কারকনিউজ ডেস্ক : নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন চেয়ারম্যানের বাড়ীতে অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে ১১ শতকের প্রাচীন একটি বুদ্ধ মুর্তির মাথা উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে ডোমার থানায় এক সংবাদ সম্মেলনে ডোমার-ডিমলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল জানান গত শুক্রবার উপজেলার সোনারায় ইউনিয়নের চামুয়ার বিল খননের সময় স্থানীয় এক কিশোর পাথরের এই বুদ্ধ মাথাটি খুঁজে পায়। ঘটনা দ্রুত জানাজানি হলে কিশোরের কাছ থেকে সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে ফরহাত এটি হাতিয়ে নেয়।
মুর্তি পাওয়ার খবর পেয়ে পরদিন শনিবার বিকাল চারটা থেকে রাত দুইটা পর্যন্ত চেয়ারম্যানের বাড়ীতে অভিযান চালিয়ে পাথরের তৈরী বুদ্ধ মাথাটি উদ্ধার করে পুলিশ। তাৎক্ষনিক ভাবে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের অধ্যাপক সীমা হক ছবি দেখে উদ্ধার হওয়া মুর্তিটি ১১ শতকের বজ্রযানী ধর্মমতের অবলোকিত্বেশ্বর বৌদ্ধ প্রতিমা বলে সংবাদ সম্মেলনে জানান জয়ব্রত পাল। সংবাদ সম্মেলনে তিনি বলেন ৬ জুন চামুয়ার বিল খনন শুরু হয়। তবে মুর্তি উদ্ধারের পর কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন ডোমার থানার ওসি মোকছেদ আলী ও ওসি তদন্ত বিশ্বদেব রায় ।
Discussion about this post