বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের দুইদিন পর কাঁচামাল ব্যবসায়ী আব্দুল কাদেরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যায় মধুপুর উপজেলার অরনখোলা ইউনিয়নের দোখলা বিটের গভীর জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পরিবারের সদস্যরা বলেন, গত বৃহস্পতিবার সকালে মুঠোফোনে কল আসলে আব্দুল কাদের মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সারাদিন তার কোন খোঁজখরব না পেয়ে রাতে বার বার মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্ঠা করলেও পরিবারের লোকজন তার সন্ধান পায় না। পরের দিন শুক্রবার মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। পরে শনিবার সন্ধ্যায় এলাকার লোকজন ও মধুপুর থানা পুলিশের সহযোগিতায় অরনখোলা ইউনিয়নের দোখলা বিটের গভীর জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় মধুুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিখোজের পর নিহতের পরিবার আমাদের কাছে একটি সাধারণ ডায়েরি করে। পরে আমরা এলাকাবাসীর সহযোগিতায় গভীর জঙ্গল থেকে আগুনে পুড়া অবস্থায় আব্দুল কাদেরের লাশ ও তার ব্যবহৃত মোটর সাইকেলটিও উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, দুবৃর্ত্তরা আব্দুল কাদেরকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করতে ও নাম পরিচয় মুছে ফেলার জন্য লাশটিতে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
Discussion about this post