কারকনিউজ ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের কাতলী গ্রামের জুনাব আলী খানের ছেলে জিয়ারত আলী খান (৫০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলে কাতলী গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দেলদুয়ার থানার ওসি (তদন্ত) বাহালুল খান বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে যে কোন সময় বাঁশের সাথে রশ্মির সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারন জানা যাবে।
Discussion about this post