কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সাঈদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানের মাদরাসার সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছোহরাব হোসেন। তিনি অধ্যক্ষের বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা আখ্যা দিয়ে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তিনি অবিলম্বে অধ্যক্ষের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এতে মাদরাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
উল্লেখ্য, কেরানীগঞ্জ থানার একটি প্রতারণার মামলায় (মামলা নং-৮৮৭/১৮) গত বুধবার শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে অধ্যক্ষ মাওলানা মো. আবু সাঈদকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়।
Discussion about this post