সিলেটের বালাগঞ্জে এক প্রবাসীর বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা এ সময় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল লুঠে নিয়েছে ।
শনিবার রাত অনুমান ২টায় উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শাহজান মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটেছে । এসময় ডাকাদের হামলায় গৃহকর্তা শাহজান মিয়া ও তার ভাগিনা ফোয়াদ মিয়া আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শনিবার গভীর রাতে স্বশস্ত্র অবস্থায় ১৫/১৬জনের একদল মুখোশধারী ডাকাত বাড়ির একাধিক গেটের তালা ভেঙে বসত ঘরে প্রবেশ করে ফাকা গুলি ছুঁড়তে থাকে। এসময় ডাকাতরা ঘরে থাকা নগদ প্রায় দেড় লাখ টাকা, অন্তত ১৫ ভরি স্বর্ণালংকার, ৫-৬টি মোবাইল ফোনসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুঠে নেয়। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা শাহজান মিয়া আহত হন।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৪ সালে ঐ বাড়িতে একটি বড় ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতাকৃত ডাকাতরা বর্তমানে জামিনে রয়েছে। ধারণা করা হচ্ছে প্রতিশোধ নিতে এই ডাকাতরা আবারো ডাকাতির ঘটনাটি ঘটিয়েছে। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Discussion about this post