স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের বাসাইলে আবুল খায়ের স্মৃতি বৃত্তি-২০১৮ পরিক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সার্টিফিকেট ও বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ শনিবার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ঠিকানা’র আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আবুল খায়ের স্মৃতি বৃত্তি প্রধান উপদেষ্টা মো. সাইফুল ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এর অধ্যাপক ড. আব্দুল সবুর খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি এমএম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর হিমাংশু কুমার আচার্য্য, কুমুদিনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আলীম আল রাজী, কল্যাণপুর নুরানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মীর রুবেল হোসাইন প্রমুখ।
Discussion about this post