স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে প্রথমে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০২ রান করেছে স্বাগতিকরা। হ্যান্ডসকম্ব ৪১ ও মারকুস ৮ রানে ক্রিজে রয়েছে।
শনিবার ( ১২ জানুয়ারি) অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ সময় সকাল ৮ টা ২০ মিনিটে খেলাটি শুরু হয়। ইনিংসের শুরুটা মোটেই ভালো হয়নি অজিদের। ৮ রানে উইকেট হারায় স্বাগতিকরা।
পেসার ভুবনেশ্বর কুমার ৬ রান করা ফিঞ্চকে পরিষ্কার বোল্ড করে সাজঘরে ফেরান। এর পর দলের ৪১ রানে অ্যালেক্স ক্যারিকে তুলে নেন চায়নাম্যান খ্যাত বোলার কুলদীপ যান। রোহিত শর্মার হাতে ক্যাচ দেয়া ক্যারি ৩১ বলে ২৪ রান করেন। এরপর দলের হাল ধরেন ওসমান খাজা ও শন ম্যার্শ। দুইজনেই অর্ধশতক তুলে প্যাভিলিয়নে ফিরে যান।
ব্যক্তিগত ৫৯ রানে জাদেজার বলে আউট হন খাজা। আর ৫৪ রানে কুলদীপের বলে সাজঘরে ফিরে যান মার্শ। এরপর আর কোনো বিপদ ঘটেনি।
Discussion about this post