কারকনিউজ ডেস্ক : জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের উদ্যোগে নগরীর কালীবাড়ি রোডস্থ জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুক্রবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপত্বি করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের সভাপতি কাজল ঘোষ।
অনুষ্ঠানে সাদিক আবদুল্লাহ বলেন, আগামীতে গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য রক্ষা করাসহ শিশুবান্ধব নগরী গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করবো। মেয়র নগরী পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন নাট্যজন সৈয়দ দুলাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, সরকারী বিএম কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ হালদার, শিল্পপতি বিজয় কৃষ্ণ দে ও মেয়র পত্মী লিপি আবদুল্লাহ।
পরে সিটি মেয়র ও পুলিশ কমিশনার তিন দিনব্যাপী পৌষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মেলার উদ্বোধনী দিনে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে পৌষ মেলা এবং পিঠা উৎসব কেন্দ্রিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও নাটক।
Discussion about this post