ধর্ষণের অভিযোগ যেন পিছু ছুটছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। এবার তাঁর ডিএনএ চেয়ে পরোয়ানা জারি করেছে লাস ভেগাস পুলিশ
লাস ভেগাস পুলিশ রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা ক্যাথরিন মায়োরগার পোশাকে ডিএনএ খুঁজে পেয়েছেন তাঁরা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, রোনালদোর ডিএনএ নমুনা চেয়ে পরোয়ানা জারি করেছে লাস ভেগাস পুলিশ। মায়োরগার পোশাকে খুঁজে পাওয়া ডিএনএ-র সঙ্গে রোনালদোর ডিএনএ মিলিয়ে দেখতে চান তাঁরা।
লাস ভেগাস পুলিশ এরই মধ্যে ডিএনএ পরোয়ানা ইতালিয়ান কর্তৃপক্ষকে পাঠিয়েছে। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার পর রোনালদো ইতালির তুরিনে বসবাস করছেন। সেখানকার বিচারিক কর্তৃপক্ষের কাছে এই পরোয়ানা পাঠিয়েছে লাস ভেগাস পুলিশ। ইতালিয়ান পুলিশ এখন রোনালদোর ডিএনএ সংগ্রহ করে লাস ভেগাস পুলিশকে পাঠাবে।
এর আগে, যুক্তরাষ্ট্রের সাবেক মডেল ক্যাথরিন মায়োরগা অভিযোগ করেছেন যে ২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেলে রোনালদো তাকে ধর্ষণ করার চেষ্টা চালিয়েছিল। রোনালদো অবশ্য বলেছেন ধর্ষণ নয়, দু’জনের সম্মতিতে দৈহিক সম্পর্ক হয়েছে।
Discussion about this post