রাজধানীর মিরপুর এলাকায় রোদ পোহানোর সময় একটি ভবসের ছাদ থেকে ইট পড়ে আবদুল্লাহ নামে ১৬ দিন বয়সী এক শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।
শুক্ররাব (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে মিরপুরের ৬০ ফিট রাস্তা পাশে জোনাকি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর বাবা কবির হোসেন জানান, সকালে আবদুল্লাহর খালা তামিম সুলতানা তাকে কোলে নিয়ে বাসার সামনের গলিতে রোদ পোহাচ্ছিলেন। এর পাশেই চারতলা ভবনের ছাদে শিশুরা খেলা করছিলো। হঠাৎ সেখান থেকে একটি ইট এসে আব্দুল্লাহর মুখো মন্ডলে পড়ে। আহতাবস্থায় তাকে আগারগাঁও শিশু হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।
প্রাইভেটকার চালক কবির হোসেনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। তিনি স্ত্রী-সন্তানকে নিয়ে জোনাকি রোড এলাকার একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, এটি একটি দুর্ঘটনা। যে শিশুটি মারা গেছে তার বয়স ১৬ দিন। যতটুকু জানতে পেরেছি, অন্য বাসার ছাদে শিশুরা খেলার সময় অসাবধানতাবশত একটি ইট নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্ত ছাড়াই তার বাবা কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post