নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে একটি স্টিল মিলে লোহা গলানোর সময় চুল্লির বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার রাতে রহিম স্টিল মিলে এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন- সাগর আহমেদ, মকবুল হোসেন ও সামছুল হক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের ডাক্তারদের বরাত দিয়ে বাচ্চু মিয়া আরো বলেন, মকবুল হোসেনের শরীরের ৯০ শতাংশ এবং অন্য দু’জনের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।
Discussion about this post