ভৈরব শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে ।
শুক্রবার সকালে ভৈরব ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে স্থানীয় রাজকাচারী মাঠে ২১০ জন গরীব ,অসহায় শীতার্তদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন, ট্যুরিষ্ট ক্লাবের সভাপতি ও ভৈরব উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু । এছাড়া অন্যান্য অতিথিদের মাঝে ভৈরব ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক আহমেদ আলী, সংগঠনের সদস্য মোঃ মোবারক হোসেন, হাজী মোঃ হোসেন আলী, হাজী মোঃ রফিকুল ইসলাম, হাজী মোঃ রুবেল হোসেন শীত বস্ত্র বিতরনে অংশ নেয় ।
এসময় সংগঠনের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু বলেন, প্রতি বছরেই আমরা এ সংগঠনের পক্ষ থেকে শীর্তাতদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় আজও আমরা শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করছি।
Discussion about this post