নানা কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে।
টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরেরর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক নাহার আহমদ, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Discussion about this post