চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে বিজিবি সদস্যরা বিদেশী ১টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
বুধবার রাতে ৫৩ বিজিবি সদস্যরা এ অভিযান চালায়।
৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ সরোয়ার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তি’র মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত প্রায় সাড়ে ৯টায় শিংনগর বিওপির একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১৭১ হতে ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি এলাকায় অভিযান চালায়।
এসময় একজন অজ্ঞাত ব্যক্তি রাতের অন্ধকারে সন্দেহজনকভাবে শুন্য লাইন হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে থাকলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ব্যাগ ফেলে অন্ধকারের মধ্যে ভূট্টা ক্ষেতের দিকে পালিয়ে যায়। ফেলে যাওয়া ব্যাগ বিজিবি সদস্যরা তল্লাশি করে উক্ত আগ্নেয়াস্ত্রসহ ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
Discussion about this post