টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কমিশনের প্রতিষ্ঠাতা ড. সাইফুল ইসলামের জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখা এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে।
শহরতলীর দুয়াজানীস্থ কমিশনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন উপজেলা শাখার সভাপতি শেখ শামছুল হক।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমিশনের সহ-সভাপতি হারুন অর রশিদ, খোরশেদুন নাহার ভূইয়া, মো. খালিদ হোসেন, সাইদা ইয়াসমিন শিউলী, আব্দুর রাজ্জাক, সহ-সম্পাদক মোনয়েম হোসেন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এসএম ফারুখ খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আাবেদ হাসান, দপ্তর সম্পাদক আব্দুল অলীম, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. রওশন আরা আক্তার, হিন্দু ধর্ম বিষয়ক সম্পাদক রাম প্রসাদ সাহা, নির্বাহী সদস্য মাহাবুবুর রহমান সহ সমাজেন বিভিন্ন পেশা শ্রেণীর প্রতিনিধিবৃন্দ । পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, কমিশনের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
Discussion about this post