ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের বুজরুক-কাদোশুকা গ্রামের উপর পুরাতন ব্রিজের ছাদ ভাঙ্গতে গিয়ে দুজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপর সাড়ে ১২ সময় নির্মিত ব্রিজের পাশে পুরাতন ব্রিজের ছাদ ভাঙ্গতে গিয়ে উপজেলা আমগাঁও ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের সহবুলের পুত্র তরিকুল (২০) ও একই গ্রামের আব্দুর রউফের পুত্র তজিবুর (৪৫) ঘটনাস্থলে ছাদ চাপা পরে মারা যায়।
আহতদের সবাইকে হরিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Discussion about this post