ছিনতাইকারীর কবলে নতুন প্রজন্মের চিত্রনায়িকা মৌমিতা মৌ। আজ রোববার দুপুরে পরীক্ষা শেষ করে বাসায় ফেরার পথে রাজধানীর সাইন্সল্যাবে ছিনতাইকারীর কবলে পড়েন বলে রাইজিংবিডিকে জানিয়েছেন এই চিত্রনায়িকা।
এ সময় তার গলায় থাকা স্বর্ণের চেইনটি নিয়ে নেয় ছিনতাইকারী। তবে বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটেনি, কিছুটা আহত হয়েছেন তিনি।
এ প্রসঙ্গে মৌমিতা মৌ বলেন, ‘পরীক্ষা দিয়ে ইডেন কলেজ থেকে বাসায় ফিরছিলাম। সাইন্সল্যাবে পৌঁছানোর পর ছিনতাইকারী আমার গলার চেইন টান দিয়ে নিয়ে যায়। আমি খুব ভয় পেয়েছি, এখনো ভয় কাটেনি। অবাক করার বিষয় হলো-ঘটনা ঘটার সময় আমার রিকশাটা জ্যামে আটকে ছিল। তখন আশেপাশের লোকজন ঘটনাটি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। কেউ কোনো প্রতিবাদ করল না।’
২০১৩ সালে নির্মাতা কালাম কায়সার পরিচালিত ‘তোমার আছি তোমারই থাকব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মৌমিতা। সিনেমাটি মুক্তির পরই চলচ্চিত্র-সংশ্লিষ্টদের চোখে পড়েন তিনি। এরপর রাজু চৌধুরী পরিচালিত ‘তুই শুধু আমার’, সায়মন তারিক পরিচালিত ‘মাটির পরী’, শামীমুল ইসলাম শামীমের ‘একমুঠো স্বপ্ন’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘তোলপাড়’, ‘রাগী’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
Discussion about this post