ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা তিনদিনের প্রকট যানজটে মহাদুর্ভোগে পড়েছে যাত্রীরা।
বৃহস্পতিবার কাঁচপুর ব্রিজ থেকে কুমিল্লার দাউদকান্দির রামপুর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট দেখা যায়। কুমিল্লা থেকে ঢাকা যেতে দুই ঘণ্টার রাস্তায় সময় লাগছে ১০ থেকে ১২ ঘণ্টা।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের পর আমদানি-রপ্তানি পরিবহন বন্ধ থাকার পর অতিরিক্ত গাড়ির চাপ ও টানা ২ দিনে ধরে মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুতে গাড়ি আটকে থাকায় গেল মঙ্গলবার থেকে এ যানজটের সৃষ্টি হয়। পরে বুধবার ভোরে দুই দফায় মেঘনা ও গোমতী সেতুতে অতিরিক্ত মালবোঝাই ট্রাক ও কভার্ডভ্যানের এবং যাত্রীবাহী শ্যামলী পরিবহনের গাড়ি সেতুতে আটকে পড়ার কারণে কয়েকবার যানবাহন চলাচল বন্ধ থাকে। এ কারণেই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে যাত্রীরা পড়েছে সীমাহীন দুর্ভোগে। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুরা বেশি ভোগান্তিতে পড়েছে।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে।
Discussion about this post