কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর রাতে সাবরাং ইউনিয়নের হাড়িয়াখালী খুরের মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার ইমাম শরীফের ছেলে আব্দুর রশিদ ডাইল্যা (৪৭) ও একই ইউনিয়নের কাটাবনিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে আবুল কালাম (৩৩)।
এ ঘটনায় আহত তিন পুলিশ সদস্যরা হলেন, এসআই বোরহান উদ্দিন, এএসআই ফরহাদ, কনেস্টবল রিদয়।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গতকাল বুধবার বিকালে টেকনাফ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে বৃহস্পতিবার ভোর রাতে সাবরাং খুরের মুখ এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় গ্রেফতারদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশও অত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, নিহত দুই ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। আব্দুর রশিদ (প্রকাশ) ডাইল্যার বিরুদ্ধে ৬টি এবং আবুল কালামের বিরুদ্ধে ১০টি ইয়াবা ও মানবপাচারসহ বিভিন্ন মামলা রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।
তিনি আরো জানানা, ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় বন্দুক, ২২ রাউন্ড গুলি ও ২২ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
Discussion about this post