কিশোরগঞ্জের ভৈরবে বাস চাপায় এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভৈরব বাসষ্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর রাকিব মিয়া অষ্ট্রগ্রামের হেকমত মিয়ার পুত্র বলে জানা গেছে । সে ভৈরব বাসষ্ট্যান্ডে একটি হোটেলে শ্রমিকের কাজ করতো বলেও জানা যায়।
পুলিশ ও এলাকাবাসিরা জানায় আজ সকালে ভৈরব বাসষ্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহি একটি বাস উল্টো পথে বেপরোয়াগতিতে দূর্জয় মোড় অতিক্রম করার সময় বাসটি কিশোরকে চাপা দেয় । পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাকে আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
Discussion about this post