টাঙ্গাইলে অভিযান পরিচালনা করে ৮৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দসহ পলিথিন বিক্রি করার দায়ে ২জনকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজারে এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার।
আটককৃতরা হলো ভুঞাপুর থানার চিতুলিয়া গ্রামের মোবারক আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম (৩০) এবং টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া গ্রামের আবু কাযুম মিয়ার ছেলে মোঃ রাজীব (৩২)।
টাঙ্গাইল সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, টাঙ্গাইল পৌরসভাধীন পার্ক বাজারে নজরুল ষ্টোর এবং সায়েম ষ্টোরে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিনসহ ২জনকে আটক করা হয়। এসময় নজরুল ষ্টোর থেকে ৫০০ কেজি ও সায়েম ষ্টোর থেকে ৩৫০ কেজি অবৈধ পলিথিন জব্দ করি। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ মতে উভয়কে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। উভয় আসামী জরিমানা প্রদান করে মুক্ত হয় এবং জব্দকৃত পলিথিন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের অধিনে রাখা হয়।
তিনি আরো বলেন, আগামীতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং র্যাবের সমন্বয়ে পলিথিন ব্যবসায়ের সাথে জড়িত মুলহোতাদের আটক করতে সক্ষম হবে বলেও জানান তিনি।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মোঃ হাসান আরাফাত, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সজিব কুমার ঘোষসহ অনান্য কর্মকর্তা ও র্যাবের সদস্যরা।
Discussion about this post