রাজশাহীর বানেশ্বরে যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক ও মাইক্রোবাসের ত্রি-মুখী সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের যাত্রী ও ট্রাকের হেলপারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (৯ জানুয়ারী) দুপুরে পুঠিয়া উপজেলার বানেশ্বরের কলাহাটের ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক হলেন, কুতুব আলী (৩২)। তিনি চারঘাট থানার মুক্তারপুর পাকিয়ানপাড়া গ্রামের ওমর আলীর ছেলে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ বলেন, আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরো জানান, বানেশ্বরের দিক থেকে ছেড়ে আসা বালু বোঝাই ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল, আর ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী দেশ ট্রাভেলস ট্রাকের পেছন দিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়। এছাড়া মাইক্রোবাসের যাত্রী ও ট্রাকের হেলপারসহ অন্তত ১০ জন আহত হন।
দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি আটক করা গেলেও যাত্রীবাহী দেশ ট্রাভেলস বাসটি দ্রুত পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
পবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাটা নামক স্থানে ত্রিমুখী সংর্ঘষে ঘটনাস্থলে ট্রাক চালক কুতুব আলী (৩২) নিহত হয়েছে। এতে প্রায় ৪ জন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
এদিকে, একই দিনে ১২টার দিকে পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর নামকস্থানে দ্রুতগামী ট্রাক বিপরীতমুখী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে পান ব্যবসায়ী ওমর আলী (৩৭) নিহত হন। এতে অপর একজন আহত হয়।
Discussion about this post