টাঙ্গাইলের কালিহাতীতে ৯৯পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব।
গ্রেফতারকৃত আসামী হচ্ছে ঘাটাইলের হামিদপুর এলাকার দিনু মিয়ার ছেলে মো. বাচ্চু মিয়া (৪০)।
মঙ্গলবার (৮ জানুয়ারি) রাতে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর বিশেষ অভিযানে কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মো.হাসান আরাফাত জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা এলাকা থেকে বাচ্চু মিয়াকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৯৯পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও নগদ ১৪,২০০ টাকা উদ্ধার করা হয়।
বাচ্চু মিয়া এলাকা ও আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা করা হয়েছে বলে জানানো হয়।
Discussion about this post