তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কারলোভ হত্যায় জড়িত থাকার দায়ে আঙ্কারায় ২৮ ব্যক্তির বিচার শুরু করেছে দেশটির আদালত।
২০১৬ সালে আঙ্কারায় একটি আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের সময় তুরস্ক পুলিশের এক পদচ্যুত সদস্যের হাতে নিহত হন আন্দ্রে কারলোভ।
অভিযুক্তদের মধ্যে যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুরস্কের ধর্মগুরু ফেতুল্লা গুলেনও আছেন। ফেতুল্লা গুলেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি তুরস্কে অভুত্থান করার ব্যর্থ চেষ্টা করেছিলেন।
তুরস্কের আইনজীবীরা বলছেন, ফেতুল্লা গুলেনের নেটওয়ার্ক এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত। তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে তুরস্ক ও রাশিয়ার সম্পর্ককে অস্থিতিশীল করতে চেয়েছে। খবর ওয়াশিংটন পোস্ট।
Discussion about this post