২০১৮ সালে সনামধন্য গবেষণাপত্রে ক্সোপাস ইনডেক্সে প্রকাশিত ব্যক্তিগত গবেষণা সংখ্যার ভিত্তিতে ৩৬ টি গবেষণাপত্র প্রকাশ করে বাংলাদেশে দ্বিতীয় (২য়) স্থান করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক কাউছার আহমেদ। এছাড়াও ২২ টি গবেষণাপত্র প্রকাশ করে ১৩ তম অবস্থান করেছেন একই বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি এর প্রভাষক বিকাশ কুমার পাল।
২০১৭ সালেও ক্সোপাস ইনডেক্সে প্রকাশিত ব্যক্তিগত গবেষণাপত্র প্রকাশ করে বাংলাদেশে প্রথম ১৫ জনের ৩ জন স্থান করেছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী। এর মধ্যে সহকারী অধ্যাপক কাউছার আহমেদ ৪র্থ, সহকারী অধ্যাপক আলী নেওয়াজ বাহার ৮ম এবং সৈয়দ আসাদুজ্জামান আসাদ ১৩ তম অবস্থান করেছিলেন।
কাউছার আহমেদের ক্সোপাস ছাড়াও আইএসআইতেও অসংখ্য গবেষণাপত্র রয়েছে। তিনি আলোতত্ত্ব নিয়ে গবেষণা করছেন। তার গবেষনার অন্যতম বিষয় আলো ফেলে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ও ক্যান্সার কোষ সনাক্তকরন। তিনি গ্রুপ অব বায়োফটোমেটিক্স নামে একটি ফেসবুক গ্রুপ পরিচালনা করেন। যার সাথে বিভিন্ন দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের সনামধন্য শিক্ষকগণ সংযুক্ত রয়েছেন। এই গ্রুপের মাধ্যমে তারা তাদের গবেষণার গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন। ২০১৪ সালে বিশ^বিদ্যালয়ে যোগদানের পর ৫ বছর শিক্ষকতা জীবনে প্রকাশিত গবেষণাপত্র ১২৮ টি যার আর.জি- ২৭.৭৪ এবং যার সাইটেশন ৭৯২ টি (২০১৮ সালে ৩২৩ টি)।
এ বিষয়ে কাউছার আহমেদ বলেন, আমার যা কিছু অর্জন আমি এবং আমার বি.এস.সি ও মাস্টার্সের গবেষণারত ছাত্রদের দ্বারা। পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে আমি আমার গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব।
Discussion about this post