এবার ঋতাভরী চক্রবর্তীর স্বামীর ভূমিকায় দেখা যাবে অনুরাগ কাশ্যপকে। একটি শর্ট ফিল্মের জন্য জুটি বেঁধেছেন তারা। ইতিমধ্যেই টেলিভিশন থেকে বড় পর্দায় স্বচ্ছন্দ বিচরণ ঋতাভরীর। এবার তারই নিজের লেখা গল্পের উপরে তৈরি হচ্ছে ‘ফুল ফর লাভ’ সিনেমাটি।
ঋতাভরী বলেন, বলা যায় এটা আমার শ্যাম শেপার্ডকে সম্মাননা জানানো। ‘ফুল ফর লাভ’ নামে তার একটি নাটক রয়েছে। তবে এটা সেই গল্পটা নয়। শ্যাম শেপার্ডের বিভিন্ন কাজের থেকে আমি যে অনুপ্রেরণা পেয়েছি, তাই প্রতিফলিত হবে এই সিনেমার গল্পে। এটাকে খানিকটা ‘ডার্ক লাভ স্টোরি’ বলা যায়। তবে পুরোপুরি ডার্ক নয়। সাদা-কালো-ছাই, প্রেমের নানা রঙ দেখতে পাবেন এই সিনেমায়।
এই সিনেমাটির আর্ট ডিরেকশনেও বেশ কিছুটা অবদান রয়েছে ঋতাভরীর। ভবিষ্যতে পরিচালনায় আসতে চান কি না জানতে চাওয়ায় এই প্রতিভাবান অভিনেত্রী বলেন, পরিচালনা করা একটা বড় দায়িত্ব। আই উড লাভ টু ডিরেক্ট। কিন্তু হয়তো এখনই নয়। কারণ এটা খুব ঠান্ডা মাথার কাজ। আর আমি এমনিতেই যে প্রোজেক্টে কাজ করি সেখানে খুব বেশি দায়িত্ব নিয়ে নিই। তবে যে সময় মনে হবে হ্যাঁ এখন আমার পরিচালনায় আসা উচিত তখন নিশ্চই আসবো।
শর্ট ফিল্ম কেন? উত্তরে ঋতাভরী বলেন, আমার কাছে প্ল্যাটফর্মটা কোনওদিনই বড় কথা নয়। কাজ ও তার কোয়ালিটিই আসল কথা।
‘ফুল ফর লাভ’ শর্ট ফিল্মটির প্রযোজনা করেছেন ঋতাভরীর মা শতরূপা স্যান্যাল। ১২ মিনিটের এই সিনেমায় থাকছে মূলত তিনটিই চরিত্র। ঋতাভরী ও অনুরাগ রয়েছেন স্বামী স্ত্রী-র ভূমিকায়। ইউ টিউবে ‘লার্জ শর্ট ফিল্মস’র প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি। ভ্যালেন্টাইন্স ডে-র একটু আগেই ১১ ফেব্রুয়ারি ভালোবাসার মরশুমে মুক্তি পাবে ‘ফুল ফর লাভ’।
Discussion about this post