জনপ্রিয় হিন্দি মেগা সিরিয়াল ‘নজর’ এ তিনি সামনে এসেছেন একেবারে অন্যরকম লুকে। ‘হট’ ভোজপুরি অভিনেত্রীর তকমা তার ঝুলিতে থাকলেও, জনপ্রিয় মেগাতে শাড়িতে সেজেগুজে তিনি হাজির হন অন্যরকমভাবে।
বাংলা ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’ তে ও শাড়ি পরে ‘ঝুমা বৌদি’ হাজির হলেও, তিনি দেবরদের মনে যে ঝড় তুলেছেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। বুঝতেই পারছেন বাঙালি-কন্যা অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসার কথাই বলা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে নিয়মিত ছবি বা ভিডিও পোস্ট করেন তিনি। সেই পোস্টগুলোও ‘ভাইরাল’ হয়ে যায় দ্রুত। এবার জনপ্রিয় হলো তার নতুন ছবি। ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট হতেই হই হই।
নতুন ছবিতে মোনালিসাকে দেখা যাচ্ছে বাথটবে শুয়ে থাকতে। ছবির ক্যাপশনে তিনি লিখে দেন ‘অ্যাটিটিউড হাঁ…’। ফেনা ঢাকা শরীরের মোনালিসার ছবি মুহূর্তে ভাইরাল। পোস্টটি করার একদিনের মধ্যে প্রায় ১ লক্ষ ২০ হাজারের উপরে লাইক পড়ে গিয়েছে।
১২৫টির উপরে ভোজপুরী ছবিতে মোনালিসার অভিনয় হয়ে গিয়েছে। হিন্দি, তেলুগু, ওড়িয়া এবং বাংলা সব ভাষার ছবিতেই মুখ দেখিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার নাচেরও ভক্ত দর্শকরা। বাঙালি দর্শকদের কাছে অবশ্য তার সবচেয়ে বড় পরিচয় ‘ঝুমা বউদি’ হিসেবে। ‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজে ওই চরিত্রে তিনি মাত করেছিলেন ওয়েব দুনিয়া।
Discussion about this post