বিজেপি’র সাবেক আইনপ্রণেতা জয়ন্তি বানুসালিকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (০৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সকালে ট্রেনে চড়ে জয়ন্তি বানুসালি গুজরাটের ভুজ শহরে যাচ্ছিলেন। একপর্যায়ে কাটারিয়া ও সূর্যবাড়ি স্টেশনের মধ্যবর্তী স্থানে দুর্বৃত্তরা বগিতে গিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, জয়ন্তি বানুসালির মৃত্যু নিশ্চিতে দুর্বৃত্তরা তার চোখে ও বুকে গুলি করে। তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
Discussion about this post