চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর-আমনুরা সড়কের কল্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
নিহত ব্যক্তিরা হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার কয়লাদিয়াড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোঃ মিজানুর রহমান পলাশ (৩২) ও একই উপজেলার কলেজপাড়া গ্রামের সালাউদ্দিনের ছেলে মো. মশিউর রহমান পপেন (৩০)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে সকাল সাড়ে ৮ টায় নবাব অটো রাইসমিলের একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-৯২৫৯} মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেল চালকসহ আরোহী ঘটনাস্থলে মারা যায়। পরে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
Discussion about this post