জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন শিডিউল পেছানের দাবির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের শিডিউল পেছাবে কি, পেছাবে না-এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। যদি নির্বাচন কমিশন শিডিউল পেছায় তবে আমাদের কোনো আপত্তি থাকবে না।
রবিবার ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যদি নির্বাচন কমিশন শিডিউল পেছায় তবে আওয়ামী লীগের কোন আপত্তি নেই। কিন্তু এক্ষেত্রে যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই ইসি এই সিদ্ধান্ত নেয় বলে জানান।
Discussion about this post