মেয়াদ শেষ হওয়ার সাড়ে তিন বছর আগেই আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
সোমবার এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন। খবর বিবিসি’র।
পদত্যাগের পর তিনি উন্নয়নশীল দেশের অর্থনীতির অবকাঠামো বিনিয়োগ নিয়ে কাজ করা একটি ফার্মে যোগ দেবেন বলে জানিয়ে জিম ইয়ং কিম বলেন, বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের বিষয় ছিল। বিশ্বের মহামারি, দুর্ভিক্ষ, জলবায়ু পরিবর্তন ও শরণার্থী সমস্যা সমাধানে কাজ করা বিশ্বব্যাংকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
উল্লেখ্য, ২০১২ সালে পাঁচ বছরের জন্য বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন জিম ইয়ং কিম। মেয়াদ শেষে ২০১৭ সালে আরো পাঁচ বছরের জন্য পুনর্নির্বাচিত হন জিম।
Discussion about this post