ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে খুলনা টাইটানস। টস ভাগ্যে জিতে সাকিব বাহিনীকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের সুবাস পেয়েও জিততে পারেনি খুলনা টাইটানস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চাই খুলনা। রোববার ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ ওভার শেষে বিনা উইকেটে ৯০ রান করেছিল খুলনা। কিন্তু দুই ওপেনার পল স্টারলিং ও জুনায়েদ সিদ্দিকের বিদায়ের পর পথভ্রষ্ট হয়ে তারা হেরে যায় ৮ রানে।
আজকের ম্যাচে পরিবর্তন এনেছে খুলনা। বাদ পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা কার্লোস ব্র্যাথওয়েট। ঢুকেছেন দক্ষিণ আফ্রিকান ডেভিড উইজ।
খুলনা টাইটানস: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, ডেভিড উইজ, আলী খান, জহির খান ও পল স্টারলিং।
ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান (অধিনায়ক), জাজাই, নারিন, পোলার্ড, রাসেল, নুরুল, শুভাগত, তালুকদার, রুবেল, মিজানুর ও মোহর।
Discussion about this post