পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভাইয়ের মৃত্যুর খবর শুনে ষ্ট্রোক করে বোনের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে উপজেলার বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে। একই সময়ে ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বইছে।
নিহতর পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার বাহেচর গ্রামের জয়নুল আবেদিন মল্লিক (৮০) দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত কারনে শয্যাশয়ী ছিলেন। সোমবার রাতে নিজ গৃহে তার মৃত্যু হয়। প্রতিবেশীরা এমন খবর পার্শ্ববর্তী বোন ছকিনা বিবিকে (৭০) জানালে বোন, ভাই বলে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পরে এবং ঘটনাস্থলেই বোন ছকিনার মৃত্যু ঘটে। ভাই-বোনের একই সময়ে মৃত্যুর ঘটনায় প্রতিবেশীদের মধ্য শোকের ছায়া বইছে।
Discussion about this post