ওপেনিং ব্যাটস ম্য্যন সামিউলের সেঞ্চুরীর কল্যানে ইয়াং টাইগার্স অনুর্দ্ধ-১৪ জাতীয় ক্রিকেট খেলায় টাঙ্গাইল জেলা দল ২০৩ রানের বিশাল ব্যবধানে কিশোরগজ্ঞ জেলা দলকে হারিয়েছে।
সোমবার (৭ জানুয়ারি) সকালে মানিকগজ্ঞ জেলা স্টেডিয়ামে টসে জিতে কিশোরগজ্ঞ জেলা দল টাঙ্গাইল জেলা দলকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ৫০ ওভারে টাঙ্গাইল জেলা দল ৯ উইকেট হারিয়ে ২৯৮ রান করে।
টাঙ্গাইল দলের ওপেনার সামিউল সেঞ্চুরী করেন। তিনি ১১০ বলে ১০৫ করে আউট হন। এ ছাড়া টাঙ্গাইল দলের পক্ষে ব্যাটসম্যান মুগ্ধ ৪২ এবং কাউয়ুম ৩২ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে কিশোরগজ্ঞ জেলা দল ৪২ ওভারে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান করে।
টাঙ্গাইল দলের সামিউল ম্যান অব দি ম্যাচ নিবার্চিত হন।
আগামী ১১ তারিখ সকাল ৯ টায় মানিকগজ্ঞ জেলা স্টেডিমামে টাঙ্গাইল জেলা দল এর সাথে নরসিংদি জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
Discussion about this post