ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তৃতীয় দিনের মতো চলছে মনোনয়ন ফরম বিক্রি।
শনিবার সকাল ১০টা থেকে প্রতিদিনের মতো আজও শুরু হয়েছে ফরম বিক্রি। চলবে রাত পর্যন্ত।
ইতিমধ্যে ড. ফরাস উদ্দিন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমানসহ অনেকে ফরম নিতে এসেছেন। এ উপলক্ষে সকাল থেকে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমণ্ডিতে নেতাকর্মীদের শোডাউন লক্ষ করা গেছে।
এর আগের দুই দিন অর্থাৎ শুক্র ও শনিবার ৩২০০ ফরম বিক্রি করেছে দলটি।
আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের দিন ধার্য করে গত ৮ নভেম্বর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর পরের দিন ৯ নভেম্বর থেকেই মনোনয়ন ফরম বিক্রি করছে দলটি।
Discussion about this post