টাঙ্গাইলের দেলদুয়ারে পূর্ব ঘটনার জেরে আল আমিন (২৫) নামে গরুর ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় লাউহাটী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাসুমকে আটক করেছে পুলিশ। রোববার (৬ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার লাউহাটী বাজারে এ ঘটনা ঘটেছে।
আল আমিন লাউহাটী গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে।
লাউহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. হাসমত খান ও আল আমিনের বড় ভাই জহুরুল ইসলাম জানান, শনিবার লাউহাটী উত্তরপাড়া ও চরলাউহাটী গ্রামের ৬ বখাটে দুটি মোটরসাইকেলে লাউহাটী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সেলিম খানের বাড়ি অতিক্রম করার সময় সেলিম খানের ভাগ্নির পায়ের ওপর মোটরসাইকেল তুলে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই মেয়ের বড় ভাই এক যুবককে চড় থাপ্পড় দেয়।
পরে ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল মুক্তিযোদ্ধা অফিসে এসে সেলিম খানের কাছে এ ঘটনার বিচার চায়। একপর্যায়ে তারা সেলিম খানকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলেও দেয়। সেলিম খান বিচারের আশ্বাস দিলে তারা চলে যায়।
ওই ঘটনার রেশ ধরে রোববার বেলা ১১টায় আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বুলু ও সবেদ আলীর নেতৃত্বে চরলাউহাটী ও লাউহাটী উত্তরপাড়ার রাহাত, আসাদ, ওয়াসিম, সাজিদ, সাগর, ছানোয়ার ও জসীম উদ্দিনসহ ৩০-৪০ জনের সংঘবদ্ধ দল লাউহাটীবাজারে প্রতিপক্ষকে খুঁজতে থাকে। একপর্যায়ে তারা আল আমিনকে পেয়ে তার ওপর হামলা চালায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আল আমিন জানান, আসাদ ও রাহাত তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপায়। দার কোপে আল আমিনের পিঠ, মাথা ও পেটে মারাত্মক গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। কোপ ফেরাতে গিয়ে তার ডান হাতের দুটি আঙুলও কেটে গেছে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে লাউহাটী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাসুমকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে থানা ওসি একে সাইদুল হক ভূঁইয়া জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।
Discussion about this post