কোন অপ্রীতিকর পরিস্থিতি ও প্রক্সি ছাড়াই সুষ্ঠুভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে(জাককানইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
রোববার সকাল ১০টা থেকে কলা অনুষদভূক্ত ‘এ.এল’ ইউনিটের পরীক্ষা শুরুর মধ্যদিয়ে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শুরু হয়। এ.এল ইউনিটে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ এবং দর্শন বিভাগের ১৫৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫৮৬ জন যা আবেদনকারীদের শতকরা ৮২ ভাগ।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। তিনি শান্তিপূর্ণ পরিবেশ এবং কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় উপাচার্যের সাথে পরিদর্শন কাজে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র সাহা, শিক্ষক সমিতির সভাপতি জনাব তপন কুমার সরকার, মিডিয়া ও প্রচার উপ-কমিটির সভাপতি প্রফেসর ড. রশিদুন্ নবী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টরিয়াল বডিসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।
উল্লেখ্য এ.পি-ইউনিটে ১২ নভেম্বর, বি-ইউনিটে ১৩ নভেম্বর, সি-ইউনিটে ১৪ নভেম্বর এবং ডি-ইউনিটে ১৫ নভেম্বর – ২০১৮ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি অনুষদের অধীনে ৫টি ইউনিটে ২৩ টি বিভাগে মোট আসন রয়েছে ১১০৫টি।
Discussion about this post