একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।
রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জরুরি বৈঠক শেষে তিনি এ কথা জানান।
মোস্তফা মহসীন মন্টু বলেন, ঐক্যফ্রন্টের সাত নির্বাচিত প্রতিনিধি শপথ নেবেন না।
তিনি বলেন, বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইতোপূর্বে সাফ জানিয়ে দিয়েছিলেন- আমাদের এমপিরা কোনোভাবেই শপথ নেবেন না।আমাদের দলের দু’জন প্রতিনিধিও একাদশ সংসদে শপথ নেবে না।
Discussion about this post