বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে অসহায় শীতার্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।
আজ শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা পরিষদ প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সাধারণ সম্পাদক এম এ রৌফ, নির্বাহী সদস্য এডভোকটে খোরশেদ আলম ও বাবু সভাষ চন্দ্র সাহা, যুব প্রধান আরাফ-আল জামান, ইউনিট লেভেল কর্মকর্তা জিয়াউল হাসান মনিরসহ যুব ক্রিসেন্ট ও রেড ক্রিসেন্টের সদস্যরা।
এতে প্রায়৩ শতাধিক গরীব ও অসহায় শীতার্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
Discussion about this post