জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনরে সংবাদ সম্মেলন আজ।
শনিবার বিকাল ৪টার দিকে রাজধানীর সেগুণবাগিচায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, একদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।
লতিফুল বারী জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা শুরু হয়েছে। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এতে সভাপতিত্ব করছেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত আছেন। নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান সভায় উপস্থিত আছেন। তারা দুইজন শপথ নেবেন কি না সে বিষয়েও এ বর্ধিত সভায় সিদ্ধান্ত হতে পারে।
Discussion about this post