বছরের শুরুতেই সারা দেশে চালের দাম কেজিতে বেড়েছে অন্তত দুই টাকা। পাইকারি বাজারে চালের দামবৃদ্ধি হওয়ায় প্রভাব খুচরা বাজারে পড়েছে বলে মনে করা হচ্ছে।
ব্যবসায়ীরা বলছে, চালের দাম বৃদ্ধি কৃষকের জন্য ইতিবাচক। তাদের বলছেন, আমন ধানের মওসুমের শেষ দিকে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় প্রভাব পড়েছে চালের বাজারে।
খুচরা বাজারে চালের প্রতি কেজি মিনিকেটের দাম ৫২ টাকা থেকে ৫৪ টাকা, বিআর আটাশ ৪০ টাকা এবং পাইজাম ৩৯ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর পাইকারি বিক্রেতারা বলছেন, নির্বাচনের সময় পরিবহন ব্যবস্থায় কড়াকড়ি হওয়ায় চাল সরবরাহ বন্ধ ছিল। নির্বাচনের পর চাল সরবরাহ শুরু হলেও মিলগুলো থেকেই প্রতি বস্তায় (৫০ কেজি) দুই ধাপে ১০০ টাকা করে দাম বাড়ানো হয়েছে।
সূত্র- যমুনা ডট নিউজ
Discussion about this post