যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত নির্মাণের বিষয়টি নিয়ে সমঝোতা না হলে, প্রয়োজনে যুক্তরাষ্ট্রে আংশিকভাবে সরকারের কাজকর্ম বন্ধ (শাটডাউন) রাখা হবে। সেটা যদি বছরের পর বছরও হয়। জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডেমোক্রেটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প জানান, যে কোনও ভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত নির্মাণ করবেন তিনি। কংগ্রেসের বাধা এড়ানোর জন্য প্রয়োজনে প্রেসিডেন্টের ক্ষমতাবলে জরুরি অবস্থা ঘোষণা করা হবে।
শুক্রবার (০৪ জানুয়ারি) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা জানান।
শনিবার(০৫ জানুয়ারি) বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন ট্রাম্পের সংবাদ সম্মেলনের উদ্ধিৃতি দিয়ে বলেন ডেমোক্রেটদের সঙ্গে ট্রাম্পের ইতিবাচক আলোচনা হয়েছে।
ট্রাম্প জানান যে, সীমান্ত নিরাপত্তার বিষয়টি নিয়ে সমঝোতার মাধ্যমে দ্রুত এ অবস্থার অবসান ঘটবে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে শক্তিশালী দেয়াল নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে রাজি না হলে প্রয়োজনে মাস বা বছর পর্যন্ত এই অচলাবস্থা জারি রাখবেন তিনি।
গত বছরের ২২ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে প্রায় আট লাখ সরকারি কর্মচারীর বেতন বন্ধ আছে।
Discussion about this post