কক্সবাজারের টেকনাফ উপজেলার রাজারছড়া মেরিন ড্রাইভ এলাকা থেকে দুই যুবককের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (৫ জানুয়ারি) সকালে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূলীয় এলাকার বালুচর থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ‘সকালে স্থানীয়রা রাজারছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূলীয় এলাকার বালুচরে মরদেহ দু’টি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।’
Discussion about this post