রাজধানীর মৎস ভবনের সামনে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপরজন আহত হয়েছেন। ট্রাকটি আটক করেছে পুলিশ।
নিহত তাজুল ইসলাম (৪৩) ঢামেক হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চালক। আহত আবু হানিফও (৩৮) হাসপাতালের কর্মচারী।
শুক্রবার রাত সাড়ে ১১ টায় ঢামেক জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্মচারী জীবন ইসলাম জানান, হাসপাতালের ডিউটি শেষ করে তারা মোটরসাইকেল চালিয়ে মহাখালী সরকারি স্টাফ কোয়াটারে যাচ্ছিল। এসময় শাহবাগের মৎস ভবনের সামনে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে দু’জনে গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাজুলকে মৃত ঘোষণা করেন। অপরজন ভর্তি আছেন।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। তাজুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন।
Discussion about this post