নির্বাচনকালীন দায়িত্ব কিছুটা কমেছে। এবার ইংরেজি নববর্ষকে আড়ম্বরপূর্ণভাবে বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ পুলিশ।
পুলিশের আয়োজনে আগামী শনিবার (৫ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হবে বিশেষ কনসার্ট ‘নিউ ইয়ার্স সেলিব্রেশন’।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে রাজারবাগ পুলিশ লাইনের মিডিয়া বিভাগ থেকে বিষয়টি জানানো হয়েছে।
‘নিউ ইয়ার্স সেলিব্রেশনে’ মঞ্চে গান পরিবেশন করবেন নগর বাউলখ্যাত জেমস। সঙ্গে গাইবেন ফোকসম্রাজ্ঞী মমতাজ বেগম ও এ প্রজন্মের শিল্পী কর্ণিয়া।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকসহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে।
শনিবার রাত ৭টা ৫০টা থেকে রাত ৯টা ৫৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠানটি এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করা হবে।
Discussion about this post