হালের উঠতি নায়িকা বুবলীকে ঘিরে ঢাকার কিং খান শাকিবকে নিয়ে গুঞ্জন আর চর্চার শেষ নেই। কখনও কখনও তো এমনও শোনা গিয়েছিল- বুবলীর জন্যই নাকি অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছেন শাকিব খান! তবে পরবর্তীতে শাকিব, বুবলী এমনকি অপু বিশ্বাস নিজেও এসব গুঞ্জনকে বানোয়াট ও খবরের খোরাক বলে দাবি করেন।
সে যাই হোক, নতুন বছরটা কিন্তু বুবলীকে সঙ্গে নিয়েই শুরু করছেন ঢাকাই ছবির নাম্বার ওয়ান নায়ক শাকিব খান।
নিজের ৫০তম চলচ্চিত্র হিসেবে আগামী ১২ জানুয়ারি ‘বীর’ ছবি নির্মাণের কাজ শুরু করছেন দেশের গুণী চিত্রপরিচালক কাজী হায়াৎ। ওইদিনই নাকি নতুন বছরে প্রথম সেটে দেখা যাবে শাকিব-বুবলীকে।
‘বীর’ ছবির নায়িকা নিয়ে অনিশ্চয়তা ছিল আরও আগে থেকেই। এ-ও শোনা যাচ্ছিল- এ ছবিতে বাইরের কোনও নায়িকার সঙ্গে দেখা যেতে পারে শাকিবকে। মেষ পর্যন্ত শাকিব নিজে নায়িকা হিসেবে এই ছবিতে বুবলীর ওপরই আস্থা রেখেছেন। পরিচালকও তাতে সায় দেন।
শাকিব খান ও তার বন্ধু মোহাম্মদ ইকবালের দ্বৈত প্রযোজনায় ছবিটিতে অপর নায়িকা হিসেবে থাকছেন নবাগত তামান্না ইসরাত সোহানী।
বুবলী প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমরা ছবিটি ঘিরে নানা চমক রেখেছি। আস্তে এগুলো আসবে। নতুন নায়িকা সোহনী এর আগে একটি নাটকে অভিনয় করেছিলেন। বড় পরিসরে এবারই আসছেন। আগামী ১২ জানুয়ারি থেকে বিএফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে। এরপর ১৭ তারিখে আমরা রাঙ্গামাটি যাবো।’
উল্লেখ্য, এবারই প্রথম কোনও ছবিতে অভিনয়ের পাশাপাশি গানে কণ্ঠ দিতে যাচ্ছেন শাকিব। ছবিটিতে পুঁথি পাঠের আদলে গানও গাইবেন ঢালিউডের এই সুপার হিরো।
Discussion about this post