বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে ছাত্রলীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সীমিত করেছে।
ছাত্রলীগের পক্ষ থেকে শোক জানিয়ে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়েছে৷
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্রলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন পরবর্তী সকল পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত ঘোষণা করা হল।
এর পরিবর্তে বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিটের উদ্যোগে শুক্রবার জুম্মা বাদ মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে থাইল্যান্ডের হাসপাতালে সৈয়দ আশরাফের মৃত্যু হয় বলে জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সৈয়দ আশরাফ।
গুরুতর অসুস্থ অবস্থায় থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে চিকিৎসারত ছিলেন সৈয়দ আশরাফ। তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
Discussion about this post