“প্রবীণ নবীন সবাই মিলে, এসো মিলি হৃদয়ালয়ে” শ্লোগানকে সামনে রেখে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৩৭ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিগার সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিঞা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
পরে কেক কেটে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (১৯৪০-২০১৮) পুনর্মিলনী ও ১৩৭ বছর পূর্তি উদযাপন করা হয়। পরে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে এসে সমাবেত হয়।
Discussion about this post