ভিনি, ভিডি, ভিসি। আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম। জুলিয়াস সিজারের ইতিহাস বিখ্যাত এই আত্মঅহংকারের তিনটি বাক্য দুই হাজার বছর পরেও নানা অভিধায় নানা রূপকে নানা বিশ্লেষণে উজ্জ্বল হয়ে রয়েছে। বাংলাদেশ ক্রিকেটে মেহেদি হাসান মিরাজ তেমনই এক সম্রাটের নাম। যিনি এলেন দেখলেন এবং জয় করলেন। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের মহানায়ক অভিষিক্ত মেহেদি হাসান মিরাজ গত আড়াই বছরে প্রতিনিয়তই ছাড়িয়ে ছাপিয়ে গেছেন নিজেকে।
এবার সেই তরুণ মেহেদিতেই সওয়ার হচ্ছে রাজশাহী কিংস। বিপিএলের এবারের আসরে মিরাজকে রাজশাহীর অধিনায়ক করা হয়েছে।
এ বছর রাশাহীর হয়ে খেলবেন- মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মমিনুল হক, জাকির হোসেনরা।
সহ-অধিনায়ক হিসেবে সৌম্য সরকারের নাম ঘোষণা করেছে। ফ্র্যাঞ্জাইজিটির কোচের দায়িত্বে আছেন দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার।
অভিজ্ঞ কিছু বিদেশি তারকা দলে থাকলেও দেশি তরুণদের ওপরই ভরসা রাখছে রাজশাহী।
তাই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় দলের নিয়মিত মুখ মেহেদি মিরাজকে অধিনায়ক ঘোষণা করেছে দলটি।
রাজশাহীর হয়ে এবার বিদেশি তারকাদের মধ্যে আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকট, শ্রীলংকার ইসুরু উদানা ও সেকুগে প্রসন্নেরা।
Discussion about this post