তালেবান জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয়াসহ এরকম আরও বেশ কিছু অভিযোগে পাকিস্তানে ১৩০ কোটি ডলারের আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই ট্রাম্পই চান- পাক সরকারের সঙ্গে মধুর সম্পর্ক। তিনি চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে বসতে।
গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট এমন ইচ্ছা প্রকাশ করেন বলে বার্তা সংস্থা সিএনএন’র খবরে জানানো হয়।
ট্রাম্প এখন তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে খুব বেশি চিন্তিত নন। তার চাওয়া পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক।
ট্রাম্প বলেছেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চাই। তবে দেশটি শত্রুদের ঘর। তারা শত্রুদের লালন করে। আমরা সেটা করতে পারি না। এ কারণে পাকিস্তানের নতুন নেতার সঙ্গে আমি বৈঠক চাই।’
পাকিস্তানকে সহায়তা বন্ধ করে দেয়া প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি পাকিস্তানে ১৩০ কোটি ডলারের সহায়তা বন্ধ করেছি। আমি মনে করি, এই অর্থ সহায়তা দিলে তা পানিতেই পড়তো।’
এদিকে দক্ষিণ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে দাবি করেছেন, তালেবান জঙ্গিদের আলোচনার টেবিলে বসাতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে পাকিস্তান।
আফগানিস্তানের যুদ্ধ অবসানে তালেবান জঙ্গিদের শান্তি আলোচনায় আনার প্রচেষ্টা হিসেবে যুক্তরাষ্ট্র সরকার পাকিস্তানকে মুক্তবাণিজ্য চুক্তির প্রস্তাব দিক- এমনটিই চান গ্রাহাম।
গেল বছরের আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরই ইমরান খান জানিয়েছিলেন, তিনি ট্রাম্পের সঙ্গে শিগগিরই দেখা করবেন।
Discussion about this post